আর মাত্র ৩৯ রান করলেই বিরাটকে ছুঁয়ে নতুন রেকর্ডের মালিক হবেন সূর্যকুমার
নয়াদিল্লি: প্রথম টি-টোয়েন্টিতে (T20 Cricket) বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়ের অন্যতম কারিগর ছিলেন। এবার দ্বিতীয় টি-টোয়েন্টির আগে রেকর্ডের সামনে দাঁড়িয়ে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ভারত অধিনায়ক আর মাত্র ৩৯ রান করলেই ছুঁয়ে ফেলবেন বিরাট কোহলির (Virat Kohli) রেকর্ড। সেক্ষেত্রে বিরাটের মতই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম আড়াই হাজার রান পূরণ করে ফেলবেন তিনি। ৭৩ ম্য়াচে এই নজির গড়েছিলেন বিরাট। তুলনা টানলে সূর্যও কিন্তু একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। এখনও পর্যন্ত ৭১ ম্য়াচ খেলে টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়কের ঝুলিতে রয়েছে…

