৮ টাকা ডিমের পিস ! জোগানে ঘাটতিতে হু হু করে চড়ছে দাম
সঞ্চয়ন মিত্র, কলকাতা : মাছ-মাংসের দাম বাড়লে মধ্যবিত্তের পাতে বড় ভরসা, সস্তায় পুষ্টিকর খাবার ডিম। কিন্তু এখন নাগালের বাইরে যেতে বসেছে সেই ডিমও। যার দামের গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী (Egg Price Hike)। শনিবার কলকাতার অধিকাংশ বাজারেই প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে সাড়ে সাত টাকায় (Kolkata Egg Price)। কোথাও কোথাও তো ডিমের দাম আট টাকায় পৌঁছে গেছে। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বাজারে ডিমের পিস বিকোচ্ছে ৮ টাকা দরে। ব্যবসায়ীদের দাবি, শুধু ডিসেম্বর মাসের প্রথম ১৫ দিনেই একলাফে অনেকটা দাম বেড়েছে ডিমের। ১…