Egg Price: আগামিকাল থেকে কার্যকর হচ্ছে ডিমের নতুন দাম, বেশি নিলেই শাস্তি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশজুড়ে ডিমের প্রবল আকালের মধ্যে ভারত-সহ অন্যান্য দেশ থেকেও ডিম এসেছে বাংলাদেশে। ফলে কিছুটা থিতু হয়েছে দাম। এবার সেই ডিমের দাম ঠিক করে দিল বাংলাদেশ সরকার। আগামিকাল বুধবার থেকে চালু হবে ডিমের নতুন দাম। মঙ্গলবার দুপুরে ডিম উৎপাদক এবং সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান নতুন ওই মূল্য নির্ধারণের কথা ঘোষণা করেন। আলীম আখতার জানান, উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৯১ পয়সা; পাইকারিতে ১১ টাকা ১ পয়সা ও খুচরায় ১১…