ফের তোলাবাজি! ‘এক লাখ না দিলে বন্ধ হবে কাজ’, মেমারিতে হুমকি নেতার
#মেমারি: ফের তোলাবাজির অভিযোগ শাসক দলের নেতার বিরুদ্ধে। এ বার নির্মাণ কাজের জন্য দলের নাম করে ১ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল। টাকা না দিলে পঞ্চায়েতকে দিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। মেমারির এই ঘটনা জানাজানি হতেই জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে, শাসক বিরোধী চাপানউতোর। অভিযোগ মেমারী ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের-সহ সভাপতি সন্দীপ পরামানিকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মেমারি থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন সন্দীপ।মেমারী ১ নং ব্লকের গোপগন্তার…