থাইরয়েডের মাংসপিণ্ড থেকে ক্যানসারের ভয়? HT বাংলায় আলোচনা করলেন চিকিৎসক
Health News: বর্তমানে জীবনযাপনের সঙ্গে জড়িয়ে যে যে রোগ কমবেশি জড়িয়ে থাকে, তার মধ্যে থাইরয়েডের সমস্যা অন্য়তম। মহিলাদের মধ্যে এই সমস্যার প্রবণতা কিছুটা বেশি। কিন্তু থাইরয়েডের সমস্যা সবসময় সাধারণ সমস্যা নাও হতে পারে। সম্প্রতি এই বিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে বিশদে কথা বললেন সিএমআরআই হাসপাতালর ইনটারভেনশনাল রেডিয়োলজিস্ট ও বিভাগীয় প্রধান চিকিৎসক অভীক ভট্টাচার্য। অনেকেই ভোগেন সমস্যায় থাইরয়েড নডিউলের সমস্যা কতটা স্বাভাবিক? চিকিৎসকের কথায়, ‘থাইরয়েড সমস্যা এখন প্রায় প্রতিটি মহিলার মধ্যে দেখা যায়। থাইরয়েড হরমোনের ওঠা-নামায় হাইপো বা হাইপার থাইরয়েডিজমে অধিকাংশ আক্রান্ত হন।…