‘ওরা যথেষ্ট বিশ্রাম পেয়েছে’, রোহিত, বিরাটদের দলীপ ট্রফি না খেলা নিয়ে সমালোচনায় মুখর মঞ্জরেকর
নয়াদিল্লি: ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। আপাতত ভারতীয় দলের কোনও ম্যাচ নেই। তাই শুভমন গিল, ঋষভ পন্থদের মতো প্রথম সারির ক্রিকেটারদেরও এবারের দলীপ ট্রফি (Duleep Trophy) খেলতে দেখা যাবে। তবে টুর্নামেন্টের জন্য় বিসিসিআইয়ের বাছাই করা ৬০ জনের দলে নাম নেই তারকা ভারতীয় ত্রয়ীর। রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) দলীপ ট্রফি খেলবেন না। তাঁদের দলে রাখা হয়নি। এই নিয়েই সমালোচনায় মুখর হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। সিংহভাগ ভারতীয়…