‘ইংল্য়ান্ডের ২০ উইকেট তুলতে চাইল কুলদীপকে একাদশে ফেরাও’, গিলকে বার্তা মঞ্জরেকরের
ওভাল: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের (India vs England Test Series) আগেই বিরাট কোহলি ও রোহিত শর্মা এই ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন। আশঙ্কা হয়েছিল যে হয়ত ব্যাটিং বিভাগ ভেঙে পড়বে ইংল্য়ান্ডের পেস সহায়ক উইকেটে। তবে আদতে হয়েছে তার উল্টোটা। সিরিজের সর্বাধিক রান সংগ্রাহকদের মধ্য়ে প্রথম পাঁচে চারজনই ভারতীয় ব্যাটার। কিন্তু বল হাতে ধারাবাহিকতা দেখাতে পারেননি পেসাররা। বুমরার ওপর অতিরিক্ত চাপ চলে আসছে। প্রসিদ্ধ, শার্দুল, কম্বোজরা মেলে ধরতে পারছেন না নিজেদের। এই পরিস্থিতিতে ওভাল সিরিজের শেষ টেস্টের আগে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) একাদশে…





