দশম শ্রেণির বই থেকে বাদ পড়ল ‘পিরিয়ডিক টেবিল’, বিতর্কের মুখে NCERT
দশম শ্রেণির বিজ্ঞানের পাঠ্যবই থেকে বাদ পড়ল ‘পিরিয়ডিক টেবিল’ বা পর্যায় সারণী। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (NCERT) তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে যে পুরো ‘পিরিয়ডিক টেবিল’-র অধ্যায় বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ‘গণতান্ত্রিক রাজনীতি’-র অন্তর্গত একাধিক বিষয় বাদ পড়েছে। গণতন্ত্রের সামনে কী কী চ্যালেঞ্জ আছে, সেই সংক্রান্ত পুরো অধ্যায় বাদ দেওয়া হয়েছে। এনসিইআরটির তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস মহামারীর পরবর্তীতে পড়ুয়াদের উপর থেকে ভার লাঘব করতে পাঠ্যক্রম কাটছাঁট করা হচ্ছে। সেইসঙ্গে সংশ্লিষ্ট…