বাজার থেকে নকল ইলিশ কিনে খাচ্ছেন না তো? দিঘার মোহনায় বিরাট ঠকানোর কারবার ফাঁস!
দিঘা: ইলিশের নামে পর্যটকদের হাতে গুছিয়ে দেওয়া হচ্ছে আরব সাগরের খয়রা। ইলিশ নিয়ে দিঘা মোহনায় জোচ্চুরি রোধে এগিয়ে এল মৎস্যজীবীদের সংগঠন। দিঘার ইলিশ নামে ইলিশ সদৃশ্য আরব সাগরের খয়রা মাছ পর্যটকদের হাতে গছিয়ে দেওয়ার লোক ঠকানোর কারবার বন্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশন। ইলিশ ও খয়রা এই দুই মাছের গড়ন হুবহু ইলিশের মতো হওয়ায় সহজেই বুঝে ওঠা সম্ভব হয়না কোনটা আসল ইলিশ। আর তারই সুযোগ নিয়ে লোক ঠকানোর কারবার খুলে বসেছিলেন এক শ্রেণির অসাধু মৎস্য…