Kali Puja 2024: মাটি নয়, রেশমের কালী মূর্তি গড়ে রেকর্ডের খাতায় নাম তুললেন মুর্শিদাবাদের সন্দীপ
নিপুণ শিল্পকর্মের দক্ষতায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল ইসমালপুরের শিল্পী সন্দীপ গুঁইয়ের। রেশম দিয়ে তৈরি কালী মূর্তি মুর্শিদাবাদ: কখনও রেশম সুতোর দুর্গা, আবার কখনও নারকেল ছোবড়া দিয়ে দুর্গা প্রতিমা। এবারের বিশেষ চমক রেশমের সুতো দিয়ে তৈরি মা কালীর প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিলেন। এমনই নিপুণ শিল্পকর্মের দক্ষতায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল ইসমালপুরের শিল্পী সন্দীপ গুঁইয়ের। স্বাভাবিকভাবেই খুশির হাওয়ার সন্দীপ গুঁইয়ের পরিবারে। জানা গিয়েছে, ছবি আঁকার পাশাপাশি নিজের হাতের নিপুণ দক্ষতায় নানাশিল্পকর্ম ফুটিয়ে তোলা নেশা মুর্শিদাবাদে…