৩৬ হাজার টাকা সস্তায় স্কুটি পেতে পারেন মহিলারা! নতুন পলিসি আনছে সরকার!
আপাতত সরকারের বিবেচনার অধীনে রয়েছে এই প্রস্তাব। খুব শীঘ্রই তা অনুমোদন পেতে পারে। ইভি শিফটের ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে দিল্লির মহিলারা ইলেকট্রিক টু-হুইলারের উপর প্রতি কিলোওয়াট-ঘণ্টায় ১২ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। সর্বোচ্চ ৩৬ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি মিলবে। PM e-Drive স্কিম: কেন্দ্রীয় সরকারের PM e-Drive স্কিমের পরিপূরক হিসেবে এটি ডিজাইন করা হয়েছে। EV Policy 2.0-র লক্ষ্য হল, দিল্লিতে ইলেকট্রিক গাড়ি নেওয়ার হার বৃদ্ধি করা। এই স্কিমটি আগামী ৩১ মার্চ ২০৩০ তারিখ পর্যন্ত ভ্যালিড থাকবে। শুধুমাত্র ইলেকট্রিক টু-হুইলারেই…