বাইক কত স্পিড-এ চালালে সেরা মাইলেজ দেয়? অনেকে জানেন না, ভুল করে বসেন
Bike mileage increase tips- অনেকেই জানেন না, একটি নির্দিষ্ট স্পিডে বাইক চালালে পেট্রোল কম খরচ হয়। মাইলেজ মেলে বেশি। একবার ট্যাঙ্ক ফুল করে নিলেই সারা মাস চলে যায়। বাইক নিয়ে বেরলে অনেকেই ট্যাঙ্ক ফুল করে নেন। হিসেব বলছে, প্রতিদিন যদি কেউ ৪-৫ কিলোমিটার বাইক চালান, তাহলে এক মাস আর তাঁকে পেট্রোল ভরতে হবে না। কিন্তু যাঁরা দিনে ১০ থেকে ২০ কিমি রাইড করেন, তাঁদের ট্যাঙ্ক ১৫-২০ দিনেই খালি হয়ে যায়। তবে অনেকেই জানেন না, একটি নির্দিষ্ট স্পিডে বাইক চালালে…