গুলিবিদ্ধ দেহ উদ্ধার তারাতলায়, পাশে আগ্নেয়াস্ত্র
প্রবীর চক্রবর্তী, কলকাতা: প্রকাশ্য় রাস্তায় পড়ে গুলিবিদ্ধ (Bullet) দেহ (body)। পাশেই আবার আগ্নেয়াস্ত্র (firearms)। প্রত্যন্ত এলাকা নয়, খাস কলকাতার বুকে এমন ঘটনা ঘটেছে। আরও নির্দিষ্ট করে বললে তারাতলার (taratala) হাইড রোড লাগোয়া গোডাউন পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। কী হয়েছে? পুলিশ সূত্রে খবর, গত কাল রাতেই ওই ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় হাইড রোড লাগোয়া গোডাউন পাড়া এলাকায়। রাস্তায় পড়ে থাকা ব্যক্তিকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কে তিনি? কোথা থেকে এলেন? কী ভাবেই…