‘বিচ্ছেদ এত তিক্ত কেন?’প্রশ্ন চাহালের চর্চিত প্রেমিকার,সেলফি দিয়ে মাহভাশ লিখলেন…
আপাঞ্জাব কিংসের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের সঙ্গে আরজে মাহভাশের ডেটিং-এর গুঞ্জন বহুদিন ধরেই চলছে। ধনশ্রীর সঙ্গে ডিভোর্সের পর থেকে চাহালকে আজকাল ঘনঘনই মাহভাশের সঙ্গে দেখা যাচ্ছে। আর তাতেই তাঁদের প্রেমের গুঞ্জন আরও জোরদার হয়েছে। এরই মাঝে মাহভাশ আজকালকার ছেলেমেয়েদের বিচ্ছেদ নিয়ে একটি রিল শেয়ার করেছেন। আর তাতেই নেটপাড়ার ধারণা চাহালের উদ্দেশ্যেই এই রিলটা বানিয়েছেন মাহভাশ। কী আছে মাহভাশের এই নতুন রিলে? সোমবার, আরজে মাহবাশ যে রিল শেয়ার করেছেন যেখানে তিনি প্রশ্ন তুলেছেন কেন ‘আধুনিক যুগের বিচ্ছেদ এত তিক্ত কেন…





