Nachiketa Chakraborty : হিন্দি গানের আবদার শুনে বললেন ছাগল, বলদ! মেজাজ হারালেন নচিকেতা
Nachiketa Chakraborty, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাইভ শো করছিলেন নচিকেতা, সেখানেই এক শ্রোতা হিন্দি গানের জন্য অনুরোধ করেন তাঁকে। আর তাতেই বেজায় চটে যান গায়ক। রেগে গিয়ে প্রশ্ন কর্তাকে পাল্টা আক্রমণ করতে শোনা যায় নচিকেতা চক্রবর্তীকে। এমনকি অনুরোধকারীকে গালি দিতেও ছাড়লেন না জনপ্রিয় গায়ক। প্রকাশ্যে ‘বলদ’, ‘ছাগল’ কিছুই বলতে বাকি রাখেননি তিনি। সম্প্রতি ড: গর্গ চট্টোপাধ্যায় ফ্যান ক্লাব নামে একটি ফেসবুক পেজে ভিডিয়োটি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। নচিকেতার এই ভিডিয়ো নিয়েই চর্চায় ব্যস্ত নেটিজেনরা। ঠিক কী ঘটেছে?…