কোটি কোটি টাকার মালিক, তাও কেন বাড়িতে টিভি চালাতে পারতেন না ইনফোসিস প্রতিষ্ঠাতা
সন্তানদের লালন পালন করার জন্য বহু স্বার্থত্যাগের সম্মুখীন হতে হয় পিতা-মাতাকে। কখনও নিজের পছন্দের খাবার, কখনও পছন্দের জিনিস ছেড়ে দিতে হয়। শিশুদের পড়াশোনার ক্ষেত্রেও বাবা মাকে করতে হয় কিছু স্বার্থত্যাগ যার মধ্যে অন্যতম হলো টিভি বা মোবাইল থেকে দূরে থাকা। সম্প্রতি এই প্রসঙ্গে কথা বলেন ইনফোসিস-এর প্রতিষ্ঠাতা নাগাভার রামরাও নারায়ণ মূর্তি। সন্তানদের পড়াশোনা করানোর সময় ঠিক কী কী নিয়ম পালন করতে হয় অভিভাবকদের, এই প্রশ্ন করায় নারায়ণ মূর্তি বলেন, ‘আমার বাড়িতে সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত ছেলেমেয়েরা পড়াশোনা…