যেন ধ্বংসের ইঙ্গিত, তারা বিস্ফোরণ চমকে দিল, নাসার তোলা ছবি হাড়হিম করবে
#নয়াদিল্লি: এমন দৃশ্য় বিজ্ঞানীদের চোখেও এর আগে ধরা পড়েনি। সম্প্রতি বিজ্ঞানীরা নাসার বিশেষ টেলিস্কোপ ব্য়বহার করে একটি ছবি প্রকাশ করেছেন, সে খানে ধরা পড়ছে কী ভয়ানক শক্তিতে ফেটে পড়ছে একটি নক্ষত্র। সেই নক্ষত্রের বিস্ফোরণের ছবি প্রকাশও করেছে নাসা। সেটি দেখেই কার্যত তোলপাড় পড়ে গিয়েছে বিজ্ঞানী মহলে। সেই ছবিতে দেখা গিয়েছে, কী ভয়ানক শক্তিতে ফেটে পড়ছে সেই তারার একটি অংশ। লাভা ছড়িয়ে পড়ার মতো ছড়িয়ে পড়ছে চারদিকে। বিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে Floor Mass Ejection (SME)। অর্থাৎ, এটির মাধ্যমে বিস্ফোরণ…