ATP Rankings-এ এক নম্বর হওয়ার নিরিখে স্টেফি গ্রাফের রেকর্ড ছুঁলেন জোকার
শুভব্রত মুখার্জি: তারকা টেনিস প্লেয়ার নোভক জকোভিচ সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। ২২তম গ্রান্ড স্ল্যাম জিতে স্পর্শ করেছেন রাফায়েল নাদালকে। আর এ বার গড়ে ফেললেন আরও এক নজির। তিনি এ বার স্পর্শ করে ফেললেন আর এক কিংবদন্তি জার্মানির তারকা টেনিস প্লেয়ার স্টেফি গ্রাফকে। সদ্য প্রকাশিত হয়েছে এটিপির ক্রমতালিকা। সেই ক্রমতালিকায় প্রথম স্থানে রয়েছেন নোভাক জকোভিচ। ফলে সব থেকে বেশি সপ্তাহ এক নম্বরে থাকার স্টেফি গ্রাফের নজিরকে স্পর্শ করেছেন তিনি। মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সময় ধরে টেনিসের র্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন…