উইম্বলডনে অচেনা ‘জোকার’! খেতাব আবার আলকারাজের, রবিবারে অঘটন!
লন্ডন: অচেনা এক রাজার রাজত্ব! সহজে মেনে নেওয়া যায় না, তাই না! তবে পরিবর্তনই জীবনের এক এবং অদ্বিতীয় সত্যি! ফলে মেনে নেওয়া ছাড়া উপায় কী! যে বা যাঁরা ভেবেছিলেন, এই উইম্বলডন খেতাবও জোকারের, তাঁদের স্বপ্ন ভেঙেছে। ফলে রবিবারের সন্ধেয় এমন বাস্তব মেনে নেওয়া কঠিন। তবু মেনে নিতে তো হয়। উইম্বলডনের সেন্টার কোর্ট দেখল এদিন এক অচেনা নোভাক জকোভিচকে দেখল। আসলে জীবনের প্রতিটা দিন তো আর রবিবার হয় না! এই রবিবার একেবারেই জোকারের ছিল না। এই রবিবার ছিল আলকারাজের। আর…