নাগাড়ে দ্বিতীয় বছর জকোভিচকে হারিয়ে ঘাসের কোর্টে চ্যাম্পিয়ন আলকারাজ়, জিতলেন উইম্বলডন

নাগাড়ে দ্বিতীয় বছর জকোভিচকে হারিয়ে ঘাসের কোর্টে চ্যাম্পিয়ন  আলকারাজ়, জিতলেন উইম্বলডন

লন্ডন: উইম্বলডনের (Wimbledon 2024) ঘাসের কোর্টে ফের রাজা কার্লোস আলকারাজ় (Carlos Alcaraz)। নাগাড়ে দ্বিতীয় বছর নোভাক জকোভিচকে (Novak Djokovic) হারিয়ে ঘাসের কোর্টে গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন স্প্যানিশ তরুণ। মাত্র ২১ বছরেই দুই উইম্বলডন খেতাব জিতে ফেললেন আলকারাজ়। পাঁচ সপ্তাহের ব্যবধানে দুই স্ল্যাম জিতলেন তিনি।

দুই তারকার মধ্যে এক হাড্ডাহাড্ডি ফাইনাল দেখার প্রত্যাশায় ছিলেন দর্শকরা। শুরুটা অনেকটা সেইভাবেই হয়। ম্যাচের প্রথম গেমই চলে ১৪ মিনিট ধরে। সাতবার ডিউস এবং পাঁচ ব্রেক পয়েন্টের পর অবশেষে প্রথম গেম নির্ধারিত হয়। তবে তারপর প্রথম সেটটা কার্যত একপেশেভাবে নিজের নামে করে ফেলেন আলাকারাজ়। ১৪ মিনিটের প্রথম গেম সত্ত্বেও সেট গড়ায় মাত্র ৪১ মিনিট। গত বারের চ্যাম্পিয়ন দ্বিতীয় জকোভিচকে তেমন লড়াই করার জায়গাই দেননি। সেট ৬-২ স্কোরলাইনে নিজের নামে করে ফেলেন আলকারাজ়। দ্বিতীয় সেটেও একই স্কোরলাইনে জয় পান আলকারাজ়।

সাত বারের উইম্বলডন চ্যাম্পিয়ন তথা সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে স্ট্রেট সেটে পরাজিত করার বড় হাতছানি ছিল আলকারাজ়ের সামনে। তবে সার্বিয়ান কিংবদন্তি জকোভিচ যে সহজ হার মানার পাত্র নন, তা কারুরই অজানা নয়। তিনি তৃতীয় সেটে দুরন্ত পাল্টা লড়াই চালান। খেলা গড়ায় টাই ব্রেকারে। কিন্তু সেখানেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর  ৭-৬ (৪) তৃতীয় সেট ও ম্যাচ জিতে নেন আলকারাজ়।

২১ বছর বয়সি আলকারাজ় এই খেতাব জিতে রজার ফেডেরারের কৃতিত্বে ভাগ বসান। স্যুইস কিংবদন্তির পর পেশাদার যুগে প্রথম টেনিস তারকা হিসাবে নিজের প্রথম চার মেজরের ফাইনালেই জয় পেলেন স্প্যানিশ তরুণ। অপরদিকে, ফেডেরারের সমসংখ্যক আটটি উইম্বলডন জয়ের কৃতিত্বে ভাস বসানোর সুযোগ নষ্ট করেন জকোভিচ। সার্বিয়ান তারকা গোটা গ্র্যান্ডস্ল্যাম জুড়েই নিজের সেরা ফর্মে ছিলেন না। ফাইনালেও পৌঁছলেও, তাঁর খেলা নিয়ে প্রশ্ন উঠছিলই। একাধিকবার কোর্টে মেজাজও হারান তিনি। শেষমেশ ফাইনাল হারেই অল ইংল্যান্ড ক্লাব ছাড়লেন তিনি। গোটা বছরে প্রথম দশে থাকা কোনও খেলোয়াড়কেই হারাতে পারেননি।

(Feed Source: abplive.com)