Kali Puja 2025 : দুর্গাপুজোর আগে শুরু প্রস্তুতি, এবার খোদালধাম মন্দিরের থিম বার্নপুরে! প্রবেশ পথে থাকছে আসল চমক
Kali Puja 2025 : বার্নপুর রামবাঁধ ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের শ্যামাপুজোয় দেখতে পাবেন গুজরাতের বিখ্যাত মন্দির খোদালধাম মন্দির। দুর্গাপুজোর আগে থেকে শুরু হয়েছে কাজ। গুজরাতের বিখ্যাত মন্দির এবার আসানসোলে বার্নপুর, আসানসোল, রিন্টু পাঁজা : কৈলাশে সদ্য ফিরে গিয়েছেন মা উমা। এবার আসছেন মা কালি। তবে দুর্গাপুজো চলে গেলেও থিমের বাহারি পুজো লক্ষ্য করা যায় কালি পুজোতেও। কালি পুজোতে থিমের চমক দেখা যায় জেলার বিভিন্ন প্রান্তে। থাকে বিগ বাজেটের পুজো কোথাও থিমের নজরকাড়া পুজো। তার মধ্যে আসানসোলে নজরকাড়া এই পুজোর মণ্ডপ।…


