অবশেষে অপেক্ষার অবসান! ফের ভারতে ফিরছে BGMI, থাকবে একাধিক পরিবর্তন, জানুন
PUBG প্রেমীদের জন্য সুখবর। Krafton-এর জনপ্রিয় মোবাইল গেম Battlegrounds Mobile India শীঘ্রই ফিরে আসতে চলেছে। বিখ্যাত এই গেমিং কোম্পানি ফেসবুক পেজে PUBG ভক্তদের জন্য এই ঘোষণা করেছে। গত বছর ভারত সরকার BGMI গেমটিকে নিরাপত্তা মান লঙ্ঘনের অভিযোগে নিষিদ্ধ করেছিল। এখন সেই সমস্যা মেটানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে শীঘ্রই এই গেম ফিরে আসতে চলেছে বলে জানা যাচ্ছে। তবে দিন এখনও স্পষ্ট হয়নি। দক্ষিণ কোরিয়া ভিত্তিক গেমিং সংস্থা ক্রাফটন এই গেমটিকে পুনরায় চালু করার অনুমতি দেওয়ার জন্য ভারত সরকারের…