BGMI: রক্তপাত কম, খুব বেশি সময় খেলা বারণ! কড়া নজরদারিতে ফিরছে ব্যাটেলগ্রাউন্ড
নয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, BGMI-এর ফুল-টাইম রিটার্নের জন্য ক্রাফটনকে সরকারের নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে। আপাতত তাদের ৯০ দিনের(তিন মাস) জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময়সীমার জন্য গেম অফার করার সুযোগ দেওয়া হবে বলে জানা গিয়েছে। কিন্তু এমন নির্দেশের কারণ কী? 1/5 ফিরছে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (BGMI)। সম্প্রতি সেই ঘোষণা করেছে Krafton । ২০২২ সালের জুলাইতে এই গেম নিষিদ্ধ করে দিয়েছিল সরকার। এতদিন আলোচনার পর অবশেষে ফিরছে এই গেম। শীঘ্রই ডাউনলোডের জন্য লাইভ হয়ে যাবে। তবে কিছু শর্ত…