PUBG-র পর BGMI! ভারতে কেন নিষিদ্ধ হল এই অনলাইন গেম, দেখে নিন এক নজরে
BGMI Banned: ‘ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া’ বা BGMI একটি অনলাইন মোবাইল গেম। সম্প্রতি এ দেশে তা নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। আর তারপরেই ‘প্রহার’ নামে একটি অসরকারি সংগঠন (NGO) এই খেলা নিষিদ্ধ করার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে। প্রহারের সভাপতি অভয় মিশ্র (Abhay Mishra) বলেন, ‘চলতি বছর ফেব্রুয়ারি থেকে, আমরা এই সত্যটি তুলে ধরেছি যে BGMI এবং নিষিদ্ধ PUBG এক এবং একই। তথাকথিত নতুন অবতারে এসেছিল BGMI এবং কখনই তা আগের PUBG থেকে আলাদা ছিল না। এর পিছনে রয়েছে ‘টেনসেন্ট’ (Tencent)।…