যেমন মশলাদার তেমন চটপটা! পাহাড়ি এই চিকেন ফ্রায়েড রাইস বানিয়ে ফেলুন বাড়িতেই! রইল রেসিপি
দার্জিলিং: যেমন মশলাদার তেমন মুখরোচক। স্বাদে ভরপুর পাহাড়ের নেপালি জনজাতির হাতের তৈরি এই চিকেন ফ্রায়েড রাইস। এটি বর্তমানে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। পাহাড়ে ঘুরতে গিয়ে যদি আপনি এই চিকেন ফ্রায়েড রাইস না খেয়ে থাকেন তাহলে মিস করছেন। খেয়ে দেখুন পাহাড়ের নেপালি জনজাতির হাতের তৈরি মশালাদার চিকেন ফ্রায়েড রাইস। খাবারের নামটা যতটাই সুন্দর খেতে তার থেকে আরও বেশি সুন্দর খেতে। বিভিন্ন রকমের সবজির সঙ্গে চিকেন এবং ভাত দিয়ে সুস্বাদু এই চিকেন ফ্রায়েড রাইস পরিবেশন করা হয়। আপনি চাইলে…