রাজ্য সরকারের পুজো অনুদান অস্বীকার আরও এক পুজো কমিটির
সৌরভ বন্দ্যোপাধ্যায়, ভদ্রেশ্বর: দুর্গাপুজো যত এগিয়ে আসছে ততই RG কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান (State government Puja donation) অস্বীকার করা পুজো কমিটিগুলির সংখ্যা বাড়ছে। দীর্ঘ হচ্ছে অনুদান প্রত্যাখানের তালিকা। এবার তাতে নাম লেখালো হুগলি জেলার ভদ্রেশ্বরের বাবুর বাজার বারোয়ারী (Bhadreswar Babur Bazar Puja Committee)। আনন্দ উৎসব বাদ দিয়ে শুধুমাত্র নিয়ম মেনে খুব সাধারণ ভাবে তারা পুজো করবে বলে জানিয়েছে। এর আগে হুগলি জেলার উত্তরপাড়ার তিনটি, কোন্নগরের তিনটি, শ্রীরামপুরের দুটি ও বৈদ্যবাটির একটি পুজো কমিটি রাজ্য সরকারের…