হোয়াট্সঅ্য়াপে হানা ইজরায়েলি স্পাইওয়্যারের, ভারতীয় ইউজাররা সুরক্ষিত তো?
ফেসবুকের মূল সংস্থা মেটা ভয়ঙ্কর আশঙ্কা ও উদ্বেগের খবর শোনালেও ইজরায়েলি স্পাইওয়্যার নিয়ে ভারতীয় হোয়াট্সঅ্যাপ ইউজার বা গ্রাহকদের এখনও পর্যন্ত অন্তত দুশ্চিন্তার কোনও কারণ নেই। হিন্দুস্তান টাইমস-এর কাছে এই দাবি করেছে ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল একটি সূত্র। উল্লেখ্য, একদিন আগেই মেটা-র পক্ষ থেকে দাবি বা অভিযোগ করা হয়, প্রায় ১০০ জন হোয়াট্সঅ্যাপ ইউজারের অ্যাকাউন্টে হানা দিয়ে থাকতে পারে অত্যাধুনিক একটি স্পাইওয়্যার। যার নাম – গ্রাফাইট। এই স্পাইওয়্যারের স্রষ্টা ইজরায়েলের সংস্থা প্যারাগন সলিউশন। মেটা-র পক্ষ থেকে আরও জানানো হয়, যাঁদের হোয়াট্সঅ্যাপ…