যাদবপুরের পর এবার কলকাতা, হস্টেলে-হস্টেলে খোঁজ ‘ওঁদের’! থাকছে আইনি হুঁশিয়ারিও
কলকাতা: একাধিক হস্টেলে এখনও থাকছেন প্রাক্তনীরা। মারাত্মক অভিযোগ ওঠার পরই নড়েচড়ে বসেছে- কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাক্তনীদের খুঁজে পেতে মরিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়। কোন কোন হস্টেলে প্রাক্তনীরা রয়েছেন তার তালিকা হস্টেল সুপারদের দিতে বলল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়গুলির হস্টেল প্রাক্তনীদের অবিলম্বে ছাড়তে হবে। হস্টেল সুপারদের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হস্টেল না ছাড়লে আইনানুগ পদক্ষেপ করা হবে। কড়া হুঁশিয়ারি দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে হস্টেলে র্যাগিং আটকাতে তৎপর। বিশ্ববিদ্যালয় কোনও বহিরাগত এবং প্রাক্তনী কোনও ভাবেই হস্টেল থাকতে পারবেন না।…

