ব্রেকআপ করতে চাওয়ায় প্রেমিকাকে বন্দি রেখে ছ’-ছ’বার ধর্ষণ, যুবককে ধরিয়ে দিল ওয়াশিং মেশিন
নয়াদিল্লি: প্রেমিকাকে ছ’-ছ’বার ধর্ষণ। বন্দি করে রেখে নিদারুণ অত্যাচার। প্রমাণের অভাবে নিষ্কৃতি পেয়েই যাচ্ছিল প্রেমিক। কিন্তু বাড়িতে রাখা ওয়াশিং মেশিনই শেষ পর্যন্ত অপরাধ প্রমাণ করে দিল। সেই প্রমাণ আদালতে গৃহীত হয়েছে। কারাবাসে পাঠানো হয়েছে ওই যুবককে। ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং প্রেমিকাকে বন্দি করে রেখে অত্যাচার চালানোর ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। সাত বছরের জেল হয়েছে যুবকের। (Washing Machine Captures Assault) দক্ষিণ কোরিয়া থেকে এই ঘটনা সামনে এসেছে। গত বছর মার্চ-এপ্রিল নাগাদ ঘটনাটি ঘটে। সেই থেকে মামলা চলছিল এতদিন। যুবক…