সমুদ্রগর্ভে জমছে লাখ লাখ টন প্লাস্টিক, কোন বিপদের আশঙ্কা ?
কলকাতা: ১১ মিলিয়ন টন অর্থাৎ ১.১ কোটি টন। ঠিক এত পরিমাণ প্লাস্টিকই জমে রয়েছে সমুদ্রের গহ্বরে। এবং কিছু দিন পর এটি আরও বেড়ে নয়া রেকর্ড গড়বে বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। কারণ প্রতি মিনিটেই এক ট্রাক ভর্তি প্লাস্টিক এসে জমা হচ্ছে সমুদ্রের পেটে। সম্প্রতি অস্ট্রেলিয়ার ন্যাশনাল সায়েন্স এজেন্সি সিএসআইআরও ও টরোন্টো বিশ্ববিদ্যালয় যৌথভাবে একটি গবেষণা করে। তাতে দেখা যায়, প্লাস্টিকেই দূষিত হয়ে যাচ্ছে পৃথিবীর সমুদ্র-সম্পদ। সমুদ্র সম্পদের ক্ষতিতে কেমন ক্ষতি ? সমুদ্রের জল এমনতি নুন তৈরি ছাড়া কাজে লাগে না বলে…