হৃদরোগের ঝুঁকি আছে কি? বলে দেবে ‘হার্ট ক্যালকুলেটর’, বিজ্ঞানের নতুন আবিষ্কার
নয়াদিল্লি: শুধুমাত্র বয়স্করাই নন, যখন তখন হৃদরোগে আক্রান্ত হচ্ছেন অল্পবয়সিরাও। দিব্যি সুস্থ মানুষ, কোনও উপসর্গই নেই, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে সব। হৃদরোগে এই বৃদ্ধির নেপথ্যে একাধিক কার্যকারণ চিহ্নিত করা হলেও, কিছু বোঝার আগেই পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। অথচ বিশেষজ্ঞরা বলছেন, ৮০ শতাংশ ঘটনাই রোখা সম্ভব। সেই সমস্যার সমাধানে এবার যুগান্তকারী আবিষ্কার করে ফেললেন আমেরিকার বিজ্ঞানীরা। ‘হার্ট ক্য়ালকুলেটর’ আবিষ্কার করে ফেলেছেন তাঁরা, যার মাধ্যমে সময়ের ঢের আগেই ঝুঁকি রয়েছে কি না, বোঝা যাবে। (Heart Calculator) Prevent Risk Percentiles…





)




