এবার তৃণমূলের ‘খেলা হবে’ বড় পরদাতেও, সিনেমার পোস্টার শেয়ার করলেন দেবাংশু
রাজনীতির মঞ্চে প্রথম থেকেই বেশ ভালো জমেছে ‘খেলা হবে’ স্লোগানখানা। এবার তা বড় পরদাতে। তৃণমূলের স্লোগান নিয়ে ছবির নাম রাখল বলিউড, সেই খবর আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন দেবাংশু ভট্টাচার্য। ২০২১-এর বিধানসভা ভোটে ‘খেলা হবে’ স্লোগানকে হাতিয়ার করেই লড়েছিল তৃণমূল। শুধু এরাজ্যে নয়, ত্রিপুরা-উত্তরপ্রদেশেও বেশ জনপ্রিয় হয়েছে স্লোগান। এবার বলিউডের এক নতুন সিনেমার পোস্টারেও এই নাম। বলিউডে ‘খেলা হবে’ সিনেমায় দেখা মিলবে ফ্যাশন-খ্যাত অভিনেত্রী মুগ্ধা গডসেকে। পরিচালক সুনীল সিনহা। এই সিনেমায় দেখা যাবে প্রয়াত কিংবদন্তী অভিনেতা Om Puri…