Premananda Maharaj and Raj Kundra: প্রেমানন্দ মহারাজের ২ টি কিডনিই নষ্ট, রাজ বললেন তিনি দিতে চান কিডনি, তারপর যা হল তোলপাড় নানা মহল
Bollywood Gossip: শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা দেখা করেন প্রেমানন্দ মহারাজের সঙ্গেপ্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করলেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা মুম্বই: বিনোদন জগতের মানুষদের সকলে যেমন মাথায় করে রাখে, ঠিক তেমনিই তাঁদের যে কোনও ভুলচুকের জন্য স্ক্যানারের নিচে ফেলে তাঁদের একেবারে তুলোধনা করে দেয়৷ আর ঠিক সেইরকম ভুলের জন্যেই কচুকাটা হচ্ছিলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা৷ স্ত্রী শিল্পা শেঠিকে নিয়ে প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ কুন্দ্রা। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এই কথোপকথনের সময় রাজ…

