অকালে শেষ স্বপ্ন! রাজ্য স্তরের খেলোয়াড় পেটের দায়ে এখন পরিযায়ী শ্রমিক
বাঁকুড়া: একসময় রাজ্য স্তরের অ্যাথলেটিক্সে মাঠ কাঁপিয়েছে ইব্রাহিম। জ্যাভেলিন হোক কিংবা শটপাট, সবেতেই পেয়েছেন সাফল্য। বিগত পাঁচ ছয় বছর ধরে জ্যাভেলিন থ্রো করছেন তিনি। ২০২২ সালে মোহনবাগানের হয়ে শটপাটে থার্ড হন তিনি। রাজ্য স্তরে অনূর্ধ্ব ২৩ এ দ্বিতীয় স্থান পান তিনি। তারপর ন্যাশনাল জ্যাভেলিন ডে’তে জ্যাভেভেলিন থ্রোতে প্রথম হন বাঁকুড়ার নতুনগ্রামের বাসিন্দা ইব্রাহিম খান। ২০১৫ সাল থেকে একদম তপস্যার মত করে চালিয়ে যাচ্ছেন খেলাধুলো। বাঁকুড়াতেই প্রশিক্ষণ নিয়েছেন ইব্রাহিম, চোখে স্বপ্ন ছিল কিছু বড় কিছু করার। কিন্তু কোথাও কোনও দিশা…