হঠাৎ হুশ করে বেরিয়ে যাচ্ছে Toto…! গায়েব হয়ে যাচ্ছে মিড ডে মিলের থালা, বাসন, সতরঞ্চি…! আঙুল উঠল স্কুলের দিদিমণির দিকে, কী বলছেন শিক্ষিকা?
East Bardhaman News: কাটোয়ার গাঙ্গুলিডাঙা শিশু শিক্ষা কেন্দ্রে দিনকে দিন কমে যাচ্ছে পড়ুয়াদের ব্যবহারের থালা-বাসন, বসার সতরঞ্চি, পোস্টার-ব্যানার সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। স্কুলের দ্রব্য উধাও হওয়ার এই ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই বাড়ছিল সন্দেহ ও ক্ষোভ। অবশেষে বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে এলাকাবাসীরা প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন স্কুলেরই কর্মরত দিদিমণি আঞ্জুম নারা বিবির বিরুদ্ধে। কাটোয়ার গাঙ্গুলিডাঙা শিশু শিক্ষা কেন্দ্রে দিনকে দিন কমে যাচ্ছে পড়ুয়াদের ব্যবহারের থালা-বাসন, বসার সতরঞ্চি, পোস্টার-ব্যানার সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। স্কুলের দ্রব্য উধাও হওয়ার এই ঘটনা…

