অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন? বড় সতর্কতা জারি করল CERT-In, বাঁচার পথটা জানুন
কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম( CERT-In)। তাদের তরফে এবার ভারতের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে বড় সতর্কবার্তা। কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম( CERT-In) তরফে বলা হয়েছে একাধিক হামলাকারীর বিষয়ে জানা যাচ্ছে। যারা আপনার ফোন থেকে সংবেদনশীল তথ্য় চুরি করতে পারে। এদিকে একাধিক অ্য়ান্ড্রয়েড ভার্সনের ফোনে এই ধরনের হামলার কথা জানা গিয়েছে। তবে গুগল বেশিরভাগ ক্ষেত্রেই সুরক্ষার ব্যবস্থা করেছে। অ্যান্ড্রয়েড ভার্সন ১০,১১, ১২, ১২এল, এমনকী ১৩ ভার্সনের ফোনেও সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এই ফোনে যাতে নিয়মিত সফটওয়ার আপডেট করা হয় সেটা দেখা জরুরী। এদিকে…