কিক স্টার্ট করলেই বাইক ভাল থাকে? এটি সত্যি নাকি গুজব? জেনে রাখুন
Bike; অধিকাংশ মডেলের বাইকেই কিক স্টার্ট এবং সেলফ স্টার্ট দুটো অপশনই থাকে। যদিও অনেকে মনে করেন, কিক স্টার্ট-ই ভাল। News18 কলকাতা: কিক স্টার্ট প্রায় উঠে গিয়েছে বললেই চলে। সব বাইকেই এখন সেলফ স্টার্ট। রয়্যাল এনফিল্ড তাদের নতুন মডেলে কিক স্টার্টের অপশনটাই তুলে দিয়েছে। রয়েছে শুধুই সেলফ স্টার্ট। টু হুইলার বিশেষজ্ঞরা মনে করছেন, ধীরে ধীরে প্রায় সব হাই এন্ড বাইকেই এই ট্রেন্ড দেখা যাবে। তবে এই ট্রেন্ড এখনও জাঁকিয়ে বসেনি। অধিকাংশ মডেলের বাইকেই কিক স্টার্ট এবং সেলফ স্টার্ট দুটো অপশনই…