বাইকের মাইলেজ বাড়বে ৩০ থেকে ৪০ শতাংশ! ‘ছোট্ট’ কাজ করুন, তাতেই কেল্লাফতে
টু হুইলার বিশেষজ্ঞরা বলছেন, এতে শুধু মাইলেজ বাড়বে তাই নয়, অনেক টাকাও বেঁচে যাবে। পরিবেশ দূষণও কম হবে। কী করতে হবে? এখানে রইল কিছু সহজ টিপস। এগুলো মেনে চললে বাইকের মাইলেজ উল্লেখযোগ্যহারে বাড়তে পারে। বাইক চালানোর পদ্ধতিতে বদল: ধীরে ধীরে অ্যাক্সিলারেট করতে হবে – বাইকের অ্যাক্সিলারেটর সঠিকভাবে নিয়ন্ত্রণ করা জরুরি। হঠাত চাপ দিলে জ্বালানি খরচ বেড়ে যায়। তাই অ্যাক্সিলারেটর ব্যবহার করতে হয় ধীরে ধীরে। হঠাত ব্রেক কষা চলবে না – আচমকা ব্রেক কষলে বাইক থামানোর জন্য ইঞ্জিনকে অনেক বেশি…