Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ওগবেচের গোলে হার, ATKMB-র লড়াই কঠিন হল, দু’নম্বর জায়গা নিশ্চিত করল হায়দরাবাদ
ওগবেচের গোলে হার, ATKMB-র লড়াই কঠিন হল, দু’নম্বর জায়গা নিশ্চিত করল হায়দরাবাদ

নিজামের শহর থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে এটিকে মোহনবাগানকে। টানা তিন ম্যাচে জয় অধরা এটিকে মোহনবাগানের। জামশেদপুরের সঙ্গে ড্রয়ের পর আবার আটকে গেল সবুজ মেরুন। প্রেম দিবস ভালো গেল না লিস্টন, মনবীরদের। মঙ্গলবার গত বারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি-র ঘরের মাঠে তাদের কাছে ০-১ হেরে নিজেদের লড়াইটা কঠিন করে তুলল সবুজ-মেরুন ব্রিগেড। উল্টে হায়দরাবাদ এই জয় ছিনিয়ে নিয়ে দুই নম্বরে থাকা নিশ্চিত করে ফেলল। অর্থাৎ তারা সরাসরি সেমিফাইনালে খেলবে। প্রথম দু’টি জায়গা নিশ্চিত হয়ে যাওয়ার পরে এ বার বাকি চারটি…

Read More