সরকারিভাবে বাড়েনি ভাড়া, বেসরকারি বাস-মিনিবাসে উঠলেই গুণতে হচ্ছে অন্তত ১০ টাকা
সুদীপ্ত আচার্য, কলকাতা : বেসরকারি বাস-মিনিবাসে (Private Bus-Mini Bus) উঠলেই ৭ টাকার জায়গায় অন্তত ১০ টাকা ভাড়া গুণতে হচ্ছে। অথচ সরকারিভাবে ভাড়া বাড়েনি। মালিক সংগঠন ইচ্ছেমতো ভাড়া বাড়িয়েছে বলে স্বীকার করছেন বাস কর্মীরা (Bus Workers)। তাঁদের দাবি, ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়। রোজকার হয়রানি এড়াতে যাত্রীদের একাংশও চাইছেন ভাড়া বাড়িয়ে সঠিক তালিকা দেওয়া হোক। সম্প্রতি একটি জনস্বার্থ মামলার নির্দেশে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) জানিয়ে দিয়েছে, বেসরকারি বাসে ভাড়ার তালিকা (Fare Chart) রাখতেই হবে। কিন্তু সেই নির্দেশ…