৫ কোটি মানুষের মৃত্যু হয়েছিল এই রোগে, আমেরিকায় ফিরেছে ভয়াবহ বিউবনিক প্লেগ
আমেরিকায় আবার এক মহামারির আশঙ্কা। ওরেগন রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন যে। একজন মানুষের মধ্যে বিরল বিউবনিক প্লেগের সংক্রমণের কথা জানা গিয়েছে। পোষা বিড়াল থেকে এই ব্যাকটিরিয়া আক্রান্তে কাছে পৌঁছেছে বলে মন করা হচ্ছে। এই রোগীর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে কর্মকর্তারা বলেছেন যে, তাঁর চিকিৎসা করা হচ্ছে। ডেসচুটস কাউন্টি হেলথ অফিসার রিচার্ড ফাউসেট গত সপ্তাহে রোগীর বর্ণনা দিয়ে বলেন, ‘ব্যক্তি এবং তাঁর পোষা প্রাণীর সংস্পর্শে এসেছেন, এমন সকলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং রোগ আটকানোর জন্য ওষুধ দেওয়া হয়েছে।’ কী…