পুরসভার বকেয়া মেটানো নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট
বহরমপুর পুরসভার অবসরপ্রাপ্ত পুরকর্মীরা দীর্ঘদিন ধরেই বকেয়া মেটানোর দাবি জানিয়ে আসছেন। এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে। সেই সংক্রান্ত মামলায় অবসরপ্রাপ্ত পুরকর্মীদের বেতন মেটাতে রাজ্যকে পুরসভার দেনা মেটানো নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট। কীভাবে সেই বকেয়া মেটানো যাবে সেই পথ বাতলে দিয়েছে রাজ্যের উচ্চ আদালত। বহরমপুর পুরসভায় রাজ্যের ২৪৭টি সম্পত্তি রয়েছে। যার মধ্যে ১৭০টি সম্পত্তিতে কর বাবদ ১১ কোটি টাকা বকেয়া রয়েছে। সেই টাকা মিটিয়ে দিলেই অবসরপ্রাপ্ত পুরকর্মীদের বকেয়া মেটানো সম্ভব বলে জানিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এই…