বিমানবন্দরে অসংখ্য সাপের মতো ওগুলো কী! ভয়ঙ্কর ঘটনা! ভাইরাল ভিডিও
মাছ। সূত্র অনুসারে জানা যাচ্ছে, ঈলগুলি এয়ার কানাডার কার্গো বিমানে করে আসছিল৷ টরোন্টো থেকে এই মাছ ভ্যাঙ্কুভার বিমানবন্দরে এসেছিল৷ বিমানবন্দরে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কনভেয়র বেল্টের উপরে একটা ক্ষতিগ্রস্ত বক্স পড়ে আছে৷ সেই বক্স থেকে প্রথমে আধ মিটার লম্বা ঈল পিছলে মাটিতে পড়ে যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে টারম্যাকে প্রায় এক ডজন ঈল বাইরে বেরিয়ে এসেছে৷ ভিডিওতে আরও দেখা যাচ্ছে একজন সেই দৃশ্য দেখে চিৎকার করছে৷ ডেইলি হাইভ কানাডা নামক এক ব্যক্তির রিপোর্ট অনুসারে, ভ্যাঙ্কুভার আন্তজার্তিক বিমানবন্দরে (YVR) ৭ জুলাই…

)
