সোনার মতোই দামি! বিরল অর্কিডের খোঁজ বাঙালি বিজ্ঞানীর গবেষণায়, কথা বলল HT বাংলা
HT Bangla Exclusive: ‘২০২৩ সালের আগস্ট মাস। ইনস্টিটিউটের একটি সার্ভের কাজে গিয়েছিলাম সিকিমের বার্সে রডোডেনড্রন স্যাংচুয়ারিতে। পরিচিত গাছপালার মধ্যে হঠাৎ দেখি এই বেমানান অর্কিড। প্রথমে ঠাহর করা মুশকিল ছিল জিনিসটা কী! কারণ গ্যাস্ট্রোডিয়া গোষ্ঠীর (বিজ্ঞানের পরিভাষায় জেনাস) যে অর্কিডগুলো ভারতে পাওয়া যায়, তার সঙ্গে এর মিল নেই। পুরনো গবেষণাপত্র ঘাঁটতে ঘাঁটতে জানতে পারি অর্কিডটি গ্যাস্ট্রোডিয়া ফ্ল্যাভিলাবেলা। এখনও পর্যন্ত যেটা পাওয়া গিয়েছে বিশ্বের দুটি মাত্র স্থানে! ফরেস্টের ভিতর সেদিন ঘুরতে ঘুরতে মাত্র বারোটা খুঁজে পেয়েছিলাম ওই অর্কিড। হয়তো সারা ভারতে…