শুল্ক নিয়ে দ্বন্দ্ব আরও চরমে, বরাত দিয়েও আমেরিকার বিমান ঘরে তুলতে নারাজ চিন, শুরু রক্তক্ষরণ
বেজিং: বাণিজ্য শুল্ক নিয়ে আমেরিকা এবং চিনের মধ্যে টানাপোড়েন চরমে উঠেছে। দুই তাবড় শক্তিধর রাষ্ট্রের মধ্যে এই সংঘাতকে ‘যুদ্ধ’ বলতে পিছপা হচ্ছেন না অনেকেই। আর সেই আবহেই আমেরিকাকে জোর ধাক্কা দিল চিন। আমেরিকার Boeing সংস্থাকে থেকে যত বিমানের বরাত দেওয়া হয়েছিল, এখন তাঁর ডেলিভারি নিতে নারাজ বেজিং। যে যে বিমান সংস্থা Boeing-এর কাছ থেকে বিমান কেনার বরাত দিয়েছিল, তাদের ডেলিভারি আপাতত না নিতে বলা হয়েছে। অন্য ভাবে সংস্থাগুলিকে পুষিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে বলে খবর। আর বিষয়টি সামনে আসতেই…