‘বাবা আমি ১ কোটি টাকা জিতেছি…’! ফোনে শুনে কেউ বিশ্বাসই করেননি, দিনমজুরি করা ছেলেই ফেরাল পরিবারের ভাগ্য
ছাপরা, বিহার: বাস্তব গল্পের চেয়েও মধুর, বিশেষ করে তার ভিত যদি তৈরি হয় কঠোর সংগ্রামে। তাই আরব্য রজনীর শ্রমজীবী এক রাতের বাদশা হলেও বাস্তবে এক রাতের মধ্যে কোটিপতি হয়ে উঠলেন বেঙ্গালুরুর এক শ্রমিক। জানা গিয়েছে যে আনন্দ কুশওয়াহা বিহারের ছাপড়ার একমা ব্লকের পারসার বাসিন্দা। বাড়ির আর্থিক অবস্থা দেখে আনন্দ বেঙ্গালুরুতে চলে যান। যেখানে তিনি শ্রমিকের কাজ করেন। মা ধনসারা দেবী এখনও অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করেন। অন্য দিকে, বাবা রাজা রাম কুশওয়াহা সবজি বিক্রি করে অতি কষ্টে পরিবার…