নিজের ও বাবার ‘টেস্ট’ করাল ছেলে…! রিপোর্ট বেরোতেই মায়ের বিরাট পর্দাফাঁস
এমন অনেক কথা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়, যা জানলে মানুষ হতবাক হয়ে যায়। এমনই একটি পোস্ট সম্প্রতি ভাইরাল হচ্ছে খুব। এই পোস্টে জানা যায়, খানিকটা শখের বশেই নিজের ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নেন এক যুবক। এই বিষয়ে তিনি তাঁর বাবার সঙ্গে কথা বললে তিনিও তাতে রাজি হয়ে যান। এরপর যথাসময়ে ডি এন এ টেস্ট হলে যখন পরীক্ষার ফল হাতে আসে তা দেখে মাথা ঘুরে যায় ওই পিতা-পুত্রের। আচমকা এমনই এক তিক্ত সত্য সামনে আসে যা জেনে সুখের…