৩৫ বছরের পুরনো মামলায় জেল থেকে ছাড়া পাচ্ছেন সিধু
চন্ডীগড়: জেল থেকে মুক্তি পাচ্ছেন কংগ্রেস নেতা তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিংহ সিধু ( Congress Navjot Singh Sidhu)। এই খবর, নভজ্যোৎ সিংহ সিধুর ট্যুইটার হ্যান্ডেল থেকে সরাসরি জানানো হয়েছে। সিধুর ট্যুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, সবাইকে জানানো চাই যে, নভজ্যোৎ সিংহ সিধু আগামীকাল পাতিয়ালা জেল (Patiala Jail) থেকে মুক্তি পাচ্ছেন।’ প্রসঙ্গত, ৩৫ বছরের পুরনো একটি ঘটনায়, ২০২২ সালে ২০ মে পাতিয়ালা আদালতে আত্মসমর্পণ করেন পঞ্জাবের প্রাক্তন কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিংহ সিধু। মূলত, ১৯৮৮ সালের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে, গতবছর…