Virat Kohli : ম্যান অফ দ্য ম্যাচ-এর এত পুরস্কার পান, একটাও নিজের বাড়িতে রাখেন না বিরাট কোহলি! যেখানে রাখেন, শুনে মুগ্ধ সবাই!
Last Updated:Jan 12, 2026 6:48 PM IST Virat Kohli : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ শেষে প্রেজেন্টার প্রশ্ন করেন, সমস্ত ট্রফি রাখতে কি একটি আলাদা ঘর লাগবে কোহলির? তখন বিরাট বলেন, আমার সব ট্রফি গুরগাঁওতে মায়ের কাছে পাঠিয়ে দিই। মা ওগুলোকে যত্নে রাখতে ভালবাসে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি খেলেন অসাধারণ এক ইনিংস। তবে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করে ফেলেন। তবে কোহলি মাঠে হোক বা মাঠের বাইরে, ভক্তদের মন জয় করেই চলেছেন যেন! এদিন আরও একটি মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন কোহলি। আন্তর্জাতিক…

