মাধ্যাকর্ষণ শক্তির বাইরে, মহাকাশযাত্রায় ক্ষয় ধরে মস্তিষ্কে, জানা গেল নভোচারীদের ব্রেন স্ক্যান করে
নয়াদিল্লি: অত্যাধুনিক প্রযুক্তির দৌলতে মহাকাশ বিজ্ঞানে নিত্যদিন নতুন উচ্চতা ছুঁয়ে চলেছি আমরা। চাঁদের মাটি ঢের আগেই ছোঁয়া হয়ে গিয়েছে। এবার মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর তোড়জোড় চলছে (Space Science)। তাতে মহাকাশযানে চেপে দীর্ঘ পথ পাড়ি দেবেন নভোচরেরা। কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে দীর্ঘপথ পাড়ি এবং দীর্ঘ সময় মহাশূন্যে ভেসে থাকার এই প্রক্রিয়া শরীরেও প্রভাব ফেলে। একদিকে যেমন হাড়ক্ষয় হয়, তেমনই মস্তিষ্কের কার্যকলাপও প্রভাবিত হয় (Science News)। মহাকাশযাত্রা মস্তিষ্কে কী প্রভাব ফেলে, সম্প্রতি তার রহস্য ভেদ করতে দীর্ঘ দিন ধরেই চলছে গবেষণা।…